অনুশীলন
অনুশীলন কিশোরকণ্ঠ ডেস্ক সেপ্টেম্বর ২০২৪
প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারও একটি কবিতার প্রথম অংশ দেওয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। কারণ- অনুশীলন বিজয়ী বন্ধুর ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। লেখার সাথে অবশ্যই সচল মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ নাম-ঠিকানা দেবে।
আল্লাহ হাফিজ।
তোমাদেরই পরিচালক ভাইয়া
সেপ্টেম্বর ২০২৪ মাসের ছড়া“কপাট ভেঙে বাইরে এলে
দেখতে পাবে স্বপ্নভূমি
আকাশ ছোঁয়া স্বপ্ন ছোঁয়া
অনন্য এক একলা তুমি।”
জুন ২০২৪ মাসের ছড়া“ভাবছো বুঝি আশার আলো লীন,
ভয় নেইতো রাত পোহালেই দিন।”
চেষ্টা করো আশাও রাখো ঢের
দেখবে তুমি আসবে সুদিন ফের।
চেষ্টা কভু যায় না বিফল ভাই
অল্পতে তাই নিরাশ হতে নাই।
আঁধার কেটে হয়ে যাবে দূর
দেখবে সুদিন আসবে নিয়ে নুর।
সাইফুল্লাহ ইবনে ইব্রাহিম
কৃষি বিশ্ববিদ্যালয়-২২০২
ময়মনসিংহ
আরো যাদের লেখা ভালো হয়েছে-
এম. তানজীম হোসেন, তালোড়া, দুপচাঁচিয়া, বগুড়া; সুলতানা নাজমীন, মাতুয়াইল, ডেমরা, ঢাকা; আবদুল আহাদ, হাতিয়া, নোয়াখালী; মেহরাব হোসেন রাফি, রামগতি, লক্ষ্মীপুর; খন্দকার মুশফিক হাসনাত, তালোড়া, দুপচাঁচিয়া, বগুড়া; মো: রায়হান উদ্দীন, লোহাগাড়া, নাঈমুল ইসলাম সামি, লোহাগাড়া, ছাদেক হোসেন, লোহাগাড়া, মো: শরীফুল ইসলাম সাদ, লোহাগাড়া, চট্টগ্রাম; আমিনুল ইসলাম কাইয়ুম, কামাল প্রতাপ-জমাদ্দার বাড়ি, নড়াইল; তানজিমুর রহমান, চরফ্যাসন, ভোলা; মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা, গোবিন্দগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ; তোফাজ্জেল হোসেন, সিদ্ধিরগজ, সানারপাড়, নারায়ণগঞ্জ; মারজানা হক, রাজাপুর, কোতোয়ালি, বরিশাল; তাজিম উদ্দীন, পদুয়া, লোহাগাড়া, চট্টগ্রাম; মুনাম ইসলাম, গোড়ল, কালীগঞ্জ, লালমনিরহাট; ইসরাফিল হোসাইন নিরব, ঠিকানা উল্লেখ নেই।
আরও পড়ুন...