অনুশীলন

অনুশীলন

অনুশীলন কিশোরকণ্ঠ ডেস্ক জানুয়ারি ২০২৫

প্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম।

আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারও একটি কবিতার প্রথম অংশ দেওয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। কারণ- অনুশীলন বিজয়ী বন্ধুর ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। লেখার সাথে অবশ্যই সচল মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ নাম-ঠিকানা দেবে। আল্লাহ হাফিজ। তোমাদেরই পরিচালক ভাইয়া


জানুয়ারি ২০২৫ মাসের
ছড়া 

“তোমরা যখন খেলছো খেলা 

ইয়াহু কিংবা গুগল 

আমি তখন ভাঙছি বসে 

প্রাচীনের ভূগোল।”


অক্টোবর ২০২৪ মাসের
ছড়া


“এসো বন্ধুরা দু’হাত বাড়াই, 

সাহসের সাথে স্বপ্ন নিয়ে 

                    পর্বত মাড়াই।”


এগিয়ে চলো সামনে সবাই 

থাকুক পর্বত বিন্ধ্যাচল, 

এগিয়ে চলো এক সাথে সব

বুকে নিয়ে সাহস বল। 


আলোর মশাল থাকবে সাথে 

আঁধার ভরা যখন রাত,

সরল পথে চলতে থাকি

দেখবো আলোর সুপ্রভাত। 


মোঃ তোফাজ্জেল হোসেন 

সিদ্ধিরগঞ্জ, সানারপাড়, নারায়ণগঞ্জ


আরো যাদের লেখা ভালো হয়েছে-

জুনায়েদ সিদ্দীক, হাজীনগর, ডেমরা, ঢাকা; মারজানা হক, সদর, বরিশাল; মাহফুজুল ইসলাম মাসুম, ঠিকানা নেই; মো: মোস্তাফিকুর রহমান, বোয়ালিয়া, রাজশাহী; সাদ বিন আলী, সদর, ঝিনাইদহ; নাবিহা রহমান, সদর, চুয়াডাঙ্গা; আব্দুল রাহিম, কালিহাতি, টাঙাইল; এস. কে. সৌরভ, লক্ষীরহাট, ঠাকুরগাঁও; মো: সুলতান মাহমুদ, জলঢাকা, নীলফামারী; উম্মে কামরুন্নেছা চৌধুরী, পটিয়া, চট্টগ্রাম; উম্মে মুশফিকা তাহিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম; মো. মুনাম ইসলাম, কালীগঞ্জ, লালমনিরহাট; ইসরাফিল হোসাইন নিরব, পাচঁদোনা, নরসিংদী; মীর ফুয়াদ হোসেন, মিরাবাজার, সিলেট; সুহাইল আব্দুল্লাহ মাহমুদ মুয়াজ, লালমাই, কুমিল্লা; আমিনূল ইসলাম কাইয়ূম, কামাল প্রতাপ-জমাদ্দার বাড়ি, নড়াইল; আবিদ হাসান, পাটকেলঘাটা, তালা, সাতক্ষীরা; এম, তানজীম হোসেন, সদর, বগুড়া; মো. বায়হান বিন হাশেম, লোহাগাড়া, চট্টগ্রাম; সাহেব ইমরান হোসাইন বিপ্লব, হিজলা, বরিশাল; সামিয়া মুঘকান, কাপাসিয়া, গাজীপুর; মো: ইয়াসপা উল কবির অহি, রামগতি, লক্ষ্মীপুর; নাসিফা ইসলাম উর্মি, চকবাজার, চট্টগ্রাম; মুহাম্মদ মেহরব হোসেন, দারুল কুরআন দাখিল মাদ্রাসা, খুলনা; মো নাহিদুর রহমনা, খোকসা, কুষ্টিয়া; মোঃ রেদওয়ান হোসেন, কচুকাটা, নীলফামারী; মারিয়া রহমান মেধা, চিলাহাটি, নীলফামারী; মুজাহিদুল ইসলাম নাঈম, রামগতি, লক্ষ্মীপুর; আবদুল হালিম মিয়াজী, মাইজদী, নোয়াখালী; কবিরুল ইসলাম, বনগ্রাম রোড, ঢাকা; সুমাইয়া তাবাসসুম, সদর, ফেনী; আবু রুশদা, বাকৃবি শেষ মোড়, ময়মনসিংহ; পারভেজ অমি, কালিগঞ্জ, সাতক্ষীরা; তাসনিম বিনতে এনায়েত, দক্ষিণ চর্থা, আদর্শ সদর, কুমিল্লা; আব্দুল মুমিন, উত্তর হাড়োয়া, নীলফামারী; মারিয়া রহমান মেধা, চিলাহাটি, নীলফামারী; মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা, ছাতক, সুনামগঞ্জ; আফসানা আফরিন জেরিন; ঠিকানা নেই; খালিদ আহসান, মোড়েলগঞ্জ, বাগেরহাট; মোছা: সিরাজুম মুনিরা, দুপচাঁচিয়া, বগুড়া; মো. জুনাঈদ হাসিব তানভীর, সদর, চাঁপাইনবাবগঞ্জ; মোহাম্মদ ইতমিনান, শ্যামলী, ঢাকা; সারফারাজ রাকিব, কালিয়াকৈর, গাজীপুর।


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ