আঁকিবুঁকিতে কৃত্রিম বুদ্ধিমত্তা

আঁকিবুঁকিতে কৃত্রিম বুদ্ধিমত্তা

আইটি কর্নার নাদিম নওশাদ জুলাই ২০২৪

আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছো সবাই। আশা করি অনেক ভালো আছো। তোমরা কি আঁকতে পছন্দ করো? নিশ্চয়ই করো। ছবি, কার্টুন আঁকতে কার না ভালো লাগে! তবে এখন যদি আমি তোমাদের বলি, ছবি আঁকতে এখন আর, পেনসিল বা রংতুলির প্রয়োজন নেই। আমরা যে ধরনের ছবি চাই সেটা কেবল লিখিত আকারে দিলেই আমরা আমাদের মনের মতো ছবি পেয়ে যাবো। অবাক লাগছে নাকি? অবাক হওয়ার মতোই বিষয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এখন আমরা পেনসিল বা রংতুলির ব্যবহার ছাড়াই ছবি আঁকতে পারবো।

বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী উদ্ভাবনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা অন্যতম। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আমরা অনেক জটিল কাজকে সরলতর করেছি। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা গাড়ি চালনা, সার্জারি, স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন মেশিন চালনার মতো কাজে অহরহ ব্যবহার হচ্ছে। তবে আঁকাআঁকিতেই বা কেন বাদ থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার! এরই ফলশ্রুতিতে আঁকিবুঁকিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু হয়েছে। 

আঁকিবুঁকিতে ব্যবহৃত কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত অ্যাপস

বর্তমানে বেশ অনেকগুলো অ্যাপস রয়েছে যেগুলো দিয়ে শুধুমাত্র কেমন ছবি আমাদের প্রয়োজন সেটা লেখার মাধ্যমেই আমরা খুব সুন্দর সুন্দর ছবি পেয়ে যেতে পারি। এরমধ্যে জনপ্রিয় কিছু অ্যাপস সম্পর্কে নিচে দেওয়া হলো-

১. লিওনার্দো এ.আই. (Leonardio AI) : লিওনার্দো এ.আই উচ্চ ক্ষমতাসম্পন্ন ছবি উৎপন্নকারী টুলস্ যা দিয়ে ভিন্ন ভিন্ন ছবি বা চিত্রকর্ম তৈরি করা সম্ভব। লিওনার্দো এ.আই অনেক বেশি ব্যবহার-বান্ধব এবং বিনামূল্যে ব্যবহার করা যায়। প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ বাস্তবাকৃতির চিত্রকর্ম তৈরি করে ফেলা সম্ভব কোনো রকম খরচ ছাড়াই। এছাড়াও আরও একটা মজার ফিচার আছে লিওনার্দো এ.আই-তে। আর তা হলো- এখানে টেক্সট-এর সাথে কোনো ছবিকে যুক্ত করা যায় যেন আবেগটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব হয়।

২. মিডজার্নি (MidJourney) : মিডজার্নি খুবই জনপ্রিয় একটা টেক্সট থেকে চিত্রকর্ম  তৈরি করার একটা মাধ্যম। মিডজার্নির যাত্রা শুরু হয় একটা ডিসকর্ট সার্ভারের মাধ্যমে যেখানে মানুষ তাদের প্রয়োজন মতো দৃশ্যের বর্ণনা লিখতো, আর সার্ভার সেই লেখা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা বিশ্লেষণ করে বিভিন্ন চিত্রকর্র্ম উৎপন্ন করতো। মিডজার্নি সান-ফ্রান্সিসকো ভিত্তিক একটা অনুসন্ধান দল দ্বারা স্বাধীনভাবে পরিচালিত হয়। বর্তমানে মিডজার্নির একটা ওয়েবসাইটও আছে। তবে এটা ব্যবহার করতে হলে মাসিক বা বার্ষিক কিছু টাকা পেমেন্ট করা লাগে। কিন্তু তারপরও এটি এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

৩. ড্যাল-ই ৩ (DALL-E 3) : ড্যাল-ই ৩ হচ্ছে অন্যতম শক্তিশালী মাধ্যম যা দিয়ে খুব সহজেই নিজের ইচ্ছানুযায়ী চিত্রকর্ম তৈরি করা সম্ভব। অনেকের মতে মিডজার্নির সবচেয়ে ভালো বিকল্প হচ্ছে ড্যাল-ই ৩। তবে ড্যাল-ই ৩ ব্যবহারের জন্য আমাদের চ্যাট-জিপিটি প্লাস প্রয়োজন হবে। যদিও ড্যাল-ই ৩-এর একটা বেটা ভার্সন ড্যাল-ই ২ সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যে-কেউ চাইলেই একটা অ্যাকাউন্ট খুলে এটা ব্যবহার করতে পারে।

যে যে কাজে ব্যবহৃহ হয়

১. চিত্রাঙ্কন : ছবি আঁকার জন্য বর্তমানে ব্যাপকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চিত্রাঙ্কনের প্রাথমিক ধাপগুলো খুব সহজেই পার করা সম্ভব হচ্ছে। যার ফলে চিত্রশিল্পীরা আরও  বেশি সময় নিয়ে ছবি আঁকতে পারছেন যা ছবিকে আরও নিখুঁত বানাতে কার্যকরী ভূমিকা পালন করছে।

২. বিজ্ঞাপন : বিজ্ঞাপনেও কৃত্রিম বুদ্ধিমত্তা আগের তুলনায় অনেক বেশি ব্যবহার করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে কম সময়ে ও কম অর্থ ব্যয়ে অনেক ভালো মানের বিজ্ঞাপন তৈরি সম্ভব হচ্ছে। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কারণে যেহেতু প্রত্যেকবার সম্পূর্ণ আলাদা আলাদা চিত্র পাওয়া সম্ভব, সেহেতু বিজ্ঞাপনে বৈচিত্র্য আনাও সম্ভব হচ্ছে।

৩. কনটেন্ট তৈরিতে : ফেসবুক, ইউটিউব-এর মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি অ্যানিমেশন বর্তমানে খুবই জনপ্রিয়তা পেয়েছে যার অন্যতম কারণ হলো এটা ব্যবহারের ফলে অনেক ছোটো ছোটো কনটেন্ট নির্মাতারা তাদের সাধ্যের মধ্যেই কনটেন্ট তৈরি করতে পারছেন।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ছবি আঁকার কাজে, বিজ্ঞাপন তৈরিতে ও অ্যানিমেশন ভিডিও তৈরিতে অনেক বেশি মাত্রায় ব্যবহার হচ্ছে। এবং ভবিষ্যতে এর ব্যবহার বাড়তে পারে বলে অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন। তবে অনেকেই মনে করছেন এর অতিরিক্ত ব্যবহার মানুষের সৃজনশীল কর্মক্ষমতাকে অনেকাংশে কমিয়ে দিতে পারে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ