আবদুল হালীম খাঁ’র দু’টি কবিতা

আবদুল হালীম খাঁ’র দু’টি কবিতা

কবিতা আবদুল হালীম খাঁ জানুয়ারি ২০২৫

দু’টি ছেলে


একটি ছেলে ঘুড়ি উড়ায় ছাদে

একটি ছেলে পথে পড়ে কাঁদে।

একটি ছেলে কমলা লিচু খায়

একটি ছেলে পানতা নাহি পায়।


একটি ছেলের হাত ভরা ফুল

একটি ছেলের মাথায় উসকোচুল।

একটি ছেলের হাসি খুশি মুখ

একটি ছেলের দুঃখ ভরা বুক।




ছোট্ট পাখি টুনটুনি


ছোট্ট পাখি টুনটুনি

কি খাস তুই বল শুনি।

আয় আমার ঘরে আয়

থাকবি ফুল বিছানায়।


খেতে দেবো মুড়কি দই

বসে বসে পড়বি বই।

ফুলের ছবি আঁকবি

আমার সাথে থাকবি।



আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ