আমাদের নজরুল

আমাদের নজরুল

কবিতা আসাদ বিন হাফিজ আগস্ট ২০২৪

চাঁদের আলো যায় না ঢাকা মেঘের চাদর দিয়ে

মুক্ত বাতাস উড়ে বেড়ায় মেঘকে সঙ্গে নিয়ে।

প্রতিভা তো যায় না রোখা খাড়া করে পাহাড়

মুগ্ধ হয়ে সবাই দেখে ফুলের অতুল বাহার।


সেই কথাটা জানিয়ে গেল অভাগা নজরুল

সৃষ্টি দিয়ে ভাসিয়ে দিলো সবার হৃদয় কুল।

হয়ে গেলেন জাতীয় কবি, বুকে নিলেন ঠাঁই

উদার আকাশ মহান কবি তাঁর মতো আর নাই।


তার কাছে নেই ছোটো-বড়ো, হিন্দ-মুসলমান

এক আল্লাহর সৃষ্টি সবাই, আদমের সন্তান।

তিনি শুধু নন তো কবি, ভালোবাসার ধন

সব মানুষের প্রিয় তিনি সবার আপনজন।


অমর কবি, অমর মানুষ, বাংলার বুলবুল

সবার সেরা কবি তিনি, আমাদের নজরুল।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ