আলোর পাখি ভালোর পাখি
ছড়া-কবিতা ওয়াহিদ জামান নভেম্বর ২০২৪
একটা পাখি ফজর বেলায় করে ডাকাডাকি
এমন সময় কেমন করে ঘুমিয়ে বলো থাকি
তাইতো আমি প্রভুর নামে খুলি আমার আঁখি।
অজু করে যখন আমি ধীর কদমে হাঁটি
আরেক পাখি রাস্তা চেনায় দেখতে পরিপাটি
তখন আমি মনে মনে ছন্দ-ছড়া কাটি।
নামাজ শেষে ফিরি যখন বলে রঙিন পাখি
তাকাও সোজা পুব আকাশে সুরুজ আঁকাআঁকি
আলোর ঝিলিক চোখের তারায় খুশি মাখামাখি।
দখিন পাশের ফুল বাগানে আলোর পাখি এসে
খুব সকালে ডেকে বলে চলো ভালোর দেশে
কুরআন শুনাও মিষ্টি সুরে আমায় ভালোবেসে।
পাঠের সময় পাখি আমায় উৎসাহ দেয় খুব
নদীর ঘাটে গোসলে যায় আমার সাথেই ডুব
খেলার মাঠে ওড়ে শুধু পশ্চিম থেকে পুব।
এমন পাখি আরো আছে সঙ্গে থাকে রোজ
ভালোর পথে চলার জন্য দেয় যে আলোর খোঁজ।
আরও পড়ুন...