আল্লাহ মহান
ছড়া-কবিতা আলতাফ হোসাইন রানা মে ২০২৪
আল্লাহ মহান স্রষ্টা সবার
সর্ব শক্তিমান
এই পৃথিবীর যা কিছু সব
তাঁরই সৃষ্টি দান।
খোদার অসীম জ্ঞানের কথা
জানতে সবার হবে
ফুলের মতো নতুন জীবন
গড়ে উঠবে তবে।
যার ইশারায় যার হুকুমে
এই পৃথিবী চলে
তিনি হলেন সৃষ্টিকর্তা
মাবুদ তাঁকেই বলে।
ভুবনটাকে সাজিয়ে দিলেন
এই আমাদের তরে
আকাশ জমি পাহাড় নদী
গাছ পালাতে ভরে।
দিন ও রাতে আমরা যাকে
স্মরণ করে থাকি
মালিক তিনি ত্রি-ভুবনের
আল্লাহ বলে ডাকি।
কুল আলমের মালিক তুমি
ওগো মেহেরবান
বিচার দিনের হে বিচারক
রহীম রহমান।
সব প্রশংসা তোমার খোদা
করো রহম দান
এই মোনাজাত তোমার কাছে
সর্বশক্তিমান।
আরও পড়ুন...