আষাঢ়

আষাঢ়

ছড়া-কবিতা গিয়াস উদ্দিন রূপম জুন ২০২৪

এই রোদ এই মেঘ এই জোর বৃষ্টি

আষাঢ়ের এই রূপ কাড়ে মন-দৃষ্টি।


বিজলিরা চমকায় ধমকায় মেঘ কি

ক্ষণে ক্ষণে যায় বেড়ে বাতাসের বেগ কি!


নদী তীরে ফোটে ওই সাদা কাশফুল কি

আকাশের বুকে রোদ আঁকে বুঝি উলকি!


নীড়ে বসে পাখি সব ঝাপটায় পাখনা

কানিবক খোঁজে মাছ খাল বিলে যাক না!


ডোবাজলে ডাকে ব্যাঙ বাঁশঝাড়ে ঝিল্লি

চারিদিকে জল দেখে ‘মিউ’ ডাকে বিল্লি।


গোয়ালের গরুগুলো থাকে ভিজে চুপসে

রাখালের কাজ কম, পায় মজা খুব সে।


কাদা মেখে সারা গায়ে খোকা ছোটে খেলতে

খুকি খুব মজা পায় কাদা-রুটি বেলতে।


ভেলা নিয়ে বালকেরা যায় জলে ভাসতে

মার বকা খায় খোকা বাড়ি ফিরে আসতে।


বউ-দিদি যায় বসে শীতকাঁথা বুনতে

ছোটোরাও হয় জড়ো রূপকথা শুনতে।


হাঁসগুলো হাসিখুশি জড়োসড়ো মুরগি

আমি থাকি মা’র পাশে খেতে পিঠা-গুড়-ঘি।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ