ঈদের উপলব্ধি
কবিতা আশরাফ আল দীন এপ্রিল ২০২৪
চারিদিকে বইছে দেখো ঈদ-আনন্দের হাওয়া।
ত্রিশ দিনের সিয়াম শেষে এটাই পরম পাওয়া।
রমজানে তাই যত্ন করে সিয়াম যারা করে,
ঈদ-আনন্দের সবটুকু স্বাদ তারাই পেতে পারে!
সংযমের ওই দিনগুলোতে কম খেয়েছি তাই,
আজকে দেখো সেমাই মিঠাই খাওয়ার সীমা নাই!
খোদার আদেশ মানলে পরে তিনি খুশি হলে,
অনন্ত সেই খুশির দুয়ার বেহেশত দেবেন খুলে।
তাইলে বলো : রাজি আমি আজই শপথ নিলাম,
আমি হবো আল্লাহতালার ভীষণ বাধ্য গোলাম।
হারাম কিছুই খাবো না, আর যা কিছু নিষেধের,
করবো না তা, হোক না যতই মন মাতানো লোভের।
এসব ভেবে এই ঈদে যে মন ভরেছে তাই।
আল্লাহতালার কাছে অনেক শুকরিয়া জানাই।
আরও পড়ুন...