ঈদের খবর
ছড়া-কবিতা সাজজাদ হোসাইন খান মার্চ ২০২৫
নামল বুঝি হাঁসের ছানা নীলপুকুরে সাদা
ডুবসাঁতারে ভাঙছে পানি ভাসে পালক আধা।
সেই পালকে গন্ধ কীসের ছন্দে মাতোয়ারা
বন্ধ কপাট খুলল হঠাৎ ঝরে খুশির তারা।
খুশির তারায় ফেরেশতারা বরফ রঙে আঁকা
আনন্দ কি দোলায় কেশর স্বপ্ন মাখা মাখা।
এই স্বপনে শিউলি চমক সুবাস উড়–উড়–
নীল পুকুরের চোখের ভাঁজে গল্প ঈদের শুরু।
নীলের পুকুর বিশাল পুকুর ধবল হাঁসের ছানা
যাচ্ছে কোথায় সাঁতার কেটে চক্ষু টানা টানা।
চোখের ভেতর ঈদের খবর নিদ ভাঙানো রাত
আলতাডুবা ওড়না পরে অই আসে প্রভাত।
আরও পড়ুন...