ঈদের ছড়া
ছড়া-কবিতা মহিউদ্দিন বিন জুবায়েদ জুন ২০২৪
জিলহজে ফের আসলো ফিরেকুরবানির ঐ ঈদ,সকাল বেলা খুশির মেলানেইতো চোখে নিদ।নতুন টুপি নতুন জামাসবার মাথায় আজ,নেই ভেদাভেদ হিংসা-বিভেদখুশির কারুকাজ।
জিলহজে ফের আসলো ফিরে
কুরবানির ঐ ঈদ,
সকাল বেলা খুশির মেলা
নেইতো চোখে নিদ।
নতুন টুপি নতুন জামা
সবার মাথায় আজ,
নেই ভেদাভেদ হিংসা-বিভেদ
খুশির কারুকাজ।
শেয়ার করুন
সর্বাধিক পঠিত
আরও পড়ুন...