একটি ঋতু শীত
কবিতা মুহাম্মদ ইসমাঈল জানুয়ারি ২০২৪
বারো মাসে ছয়টি ঋতু
একটি ঋতু শীত
একেক ঋতু একেক ঢঙ
গাইতো নানান গীত।
কেউবা গাইতো বর্ষা নিয়ে
বর্ষার নানান রূপ
কারো কাছে বর্ষা আবার
হয় যে অপরূপ।
কেউবা গাইতো শরৎ নিয়ে
শরৎ রানি সাদা
রোদ বৃষ্টির লুকোচুরি
কখনো হয় না কাদা।
হেমন্তকে নিয়ে আমার
ভাবার কিছু নেই
নানারকম পিঠা পায়েস
আগের মতো নেই।
বসন্তকে কি বলবো
সেতো ঋতুর রাজা
কী করে দোষ ধরবো
আমরা তারই প্রজা।
শীত যে আমার
অতি প্রিয়
অতি প্রিয় আজ
শীতের মাঝে
ভালো লাগে
নানান রকম সাজ।
আরও পড়ুন...