এমন মধুর দিনটি ঈদের
কবিতা আবুল হোসেন আজাদ এপ্রিল ২০২৪
রোজা শেষে চাঁদ উঠেছে আকাশে খুশির বারতা নিয়ে,
করবো আদায় ঈদের নামাজ ঈদগাহে কাল গিয়ে।
মানুষের মধ্যে ধনী গরিবের ভেদাভেদ আজ নেই,
আমরা জামাতে কাঁধে কাঁধ মিলে দাঁড়াবো এক সাথেই।
ঈদ মানে খুশি আনন্দ ঢেউ দুঃখ বেদনা রেখে,
যারা অসহায় আছে চারিপাশে তাদেরও নেবো ডেকে।
ঈদের এমন ভ্রাতৃত্ববোধ সারাটি জীবন থাক,
অহমিকা জেদ হানাহানি যত সব দূর হয়ে যাক।
ঘুমভাঙা ভোরে পাখিদের গানে শেষ হয়ে এলে রাত,
মহান স্রষ্টা দিলেন পাঠিয়ে খুশির এ সওগাত।
সব কিছু ভুলে তাইতো আমরা ঈদ আনন্দে মাতি,
নতুন পোশাকে আতর সুবাসে সারা মুসলিম জাতি।
ঈদুল ফিতর মহামিলনের জান্নাতি উৎসব,
শত্রু মিত্র ছিন্নমূলরা একাকার হয়ে সব।
সবাই সবার এক মন প্রাণ হৃদয় ছন্দপুরে,
এমন মধুর দিনটি ঈদের আসলে বছর ঘুরে।
আরও পড়ুন...