
কবি নজরুল
ছড়া-কবিতা কাজী শামীমা মিতা মে ২০২৩
এক.
মধু মাসের এগার-তে কাজী বাড়ির তীরে
খুশির জোয়ার বইছে দেখ নাচছে সবাই ভিড়ে।
ফুটফুটে এক নব জাতক গৃহ করে আলো
আপন স্বজন বাসছে তাকে ভালো
সেই ছেলেটি দুখু মিয়া চিনলো সবাই ধীরে।
দুই.
তিনি ছিলেন যুগস্রষ্টা সবার জন্য কবি
প্রেম-বিরহ-বিদ্রোহতে গুণান্বিত সবি।
হিন্দু মুসলিম আনলেন ঐক্য
ছিল না আর মতানৈক্য
তাইতো আজো অমর আছেন হৃদয় কোণের ছবি
তিনি ছিলেন যুগস্রষ্টা সবার জন্য কবি।
আরও পড়ুন...