কবি ফররুখ আহমদ
আমাদের কথা কিশোরকণ্ঠ ডেস্ক অক্টোবর ২০২৪
প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো।
তোমরা কি হিম হিম হিমেল হাওয়ার কোনো আভাস পাচ্ছ?
হ্যাঁ, এটা হেমন্তকাল!
আর হেমন্ত মানেই হিমেল পরশে সবুজ ঘাস লতাপাতা সবকিছু সজীব সতেজ হয়ে ওঠার আবেশ। শিশিরের কণা চিক চিক করে ওঠে ভোরের সূর্যের আলোতে। কী সুন্দর মোহময় দৃশ্য!
১৯ অক্টোবর আমাদের প্রাণের কবি, জাগরণের কবি, মানবতার কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকী। তিনি শিশু-কিশোরদের আত্মগঠনের জন্য লিখেছেন। তাদের আত্মজাগরণের জন্য লিখেছেন। বেড়ে ওঠার জন্য লিখেছেন। আত্মসম্মানবোধ উপলব্ধির জন্য লিখেছেন। আবার প্রকৃতির নানা বিষয় বৈচিত্র্য নিয়েও লিখেছেন। কবি ফররুখ আহমদ ছিলেন বহু মাত্রিকতার কবি। আল্লাহর ওপর অবিচল আস্থা ছিল তাঁর। যে কারণে তিনি লিখেছিলেন- “তোরা চাসনে কিছু কারোর কাছে খোদার মদদ ছাড়া।”
এই জাতির জাগরণের জন্য তাঁর অবদান অসামান্য।
আমরা নানাভাবে, নানা ধরনের আয়োজনের মাধ্যমে এই শ্রেষ্ঠ কবিকে এই দিনে নয় শুধু, বরং সকল সময় আমাদের স্মরণে মননে রাখবো। এই জাগরণের কবিকে আমাদের পাঠের অন্তর্ভুক্ত রাখবো। তাঁর জীবন ও কর্ম সম্পর্কে, তাঁর সাহিত্য সম্পর্কে আরো ব্যাপক ধারণা লাভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আজ এই পর্যন্তই!
আল্লাহ হাফিজ।
আরও পড়ুন...