কবি ফররুখ আহমদ

কবি ফররুখ আহমদ

ছড়া-কবিতা আবুল হোসেন আজাদ অক্টোবর ২০২৪

সবুজ গাঁয়ের শ্যামল শোভায় সবার হৃদয় কাড়ে,

জেলা শহর মাগুরার নদ মধুমতির পাড়ে। 

মধুমতির পাড়ের গ্রাম মাঝআইল তার নাম,

তার বাওড়ে শাপলা শালুক কলমিলতার দাম। 


এই গ্রামেতে জন্মেছিলেন কবি সে ফররুখ,

দৃঢ়চেতা নির্ভীক ও হাসিমাখা তাঁর মুখ। 

সবার জন্য তাঁর উপহার প্রথম লেখার সাজি,

বিখ্যাত এক কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’। 


শিশুর জন্য ছড়াগ্রন্থ ‘পাখির বাসা’

শালিক বাবুই প্যাঁচা ঘুঘুর ছড়া তাতে খাসা। 

‘ছড়ার আসর’ ‘হরফের ছড়া’ আরো ‘নতুন লেখা’

‘মজার ছড়া’ ‘পাখির ছড়া’ কতো-না পাই দেখা। 


কবিতা গান ছড়া ছাড়াও লিখেছেন হামদ নাত

তাঁর কলমে দূর হয়েছে অমানিশা ভরা রাত। 

গীতিনাট্য আলেখ্য ও কিসসা-কাহিনী লিখে 

সমৃদ্ধ করে গেছেন সাহিত্য জগৎটিকে। 


তাঁর সে যাদুর লেখায় তিনি গড়েছেন মসনদ,

তিনি কবিতার রাজপুত্র কবি ফররুখ আহমদ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ