কার ইশারায়
ছড়া-কবিতা আবদুল ওহাব আজাদ এপ্রিল ২০২৫
কাশ দোলে মাঠের কোলে
সবুজ সোনার গাঁয়।
যেথায় পাখ নূপুর পরে
নৃত্য করে যায়।
সবুজ ঘাসে শিশির হাসে
চিকমিক চিক করে।
সূর্য লোকের সোনার ছটায়
মুক্তো যেন ঝরে।
ফুলের কলি হাসে অলি
গায় যে মধুর গান
নদীর বুকে আছড়ে পড়ে
গর্জে ওঠে বান।
হিমেল হাওয়ায় মৃদু ছায়ায়
গাছের পাতা নাচে।
মনে হয় বসে থাকি
সেই সবুজের কাছে।
রাখাল ছেলের বাঁশের বাঁশি
শুনি হৃদয় ভরে
বাংলা মায়ের রূপ দেখে যে
মনটা কেমন করে।
কার ইশারায় চাঁদের বুকে
বসে আলোর মেলা।
চারিদিকে সকল কিছুই
উপর ওয়ালার খেলা।
আরও পড়ুন...