কাল বোশেখি ঝড়

কাল বোশেখি ঝড়

ছড়া-কবিতা মোশাররফ হোসেন খান এপ্রিল ২০২৫

ঈশান কোণে মেঘ জমেছে 

ভীষণ ভয়ঙ্কর 

উঠলো বুঝি ঝড়!


ঝড় উঠেছে ঝড় উঠেছে 

ভাঙলো নাকি ঘর?

বজ্রাঘাতে আকাশ-মাটি 

কাঁপছে থরথর! 


বোশেখ সে যে দস্যি ভারি

নেই তো বুকে ডর 

হাওয়ার ডানায় দৈত্য দানো

করছে যেন ভর! 


মেঘের সাথে বিজলি এসে 

মিলছে পরস্পর

গগনতলে ভাঙন চলে

ধুধু তেপান্তর। 


কাল বোশেখি ঝড়-

এক পলকে নামিয়ে দেয় 

মস্ত গাছের ধড়।


কাল বোশেখি ঝড়-

ভীষণ ভয়ঙ্কর...!

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ