কাল বোশেখি

কাল বোশেখি

ছড়া-কবিতা নাসির নজিরী এপ্রিল ২০২৫

আকাশ হলো ধূসর বরণ

বাতাস হলো ভারী

খানিক পরেই হয়ে গেল

কাল বোশেখি জারি।


মাঠের রাখাল মাঠেই ছিল

পথিক ছিল পথে

গাছের মাথায় পাখ-পাখালি

উড়লো শতে শতে।


নদীর মাঝি নৌকা নিয়ে

সামাল সামাল রব

খেলার মাঠের সবুজ সোনা

ছুটলো বাড়ি সব।


সবই হলো ওলট-পালট

সবই এলোমেলো 

মানুষগুলো ভাঙা গড়ার

চেতনা এক পেলো।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ