খোদার পৃথিবীতে
ছড়া-কবিতা শরীফ আবদুল গোফরান জানুয়ারি ২০২৫
কেউ কখনো মতিঝিলে
গেলে শীতের রাতে
দেখবে তখন কতো শিশু
রয়েছে ফুটপাথে।
লেপ কাঁথা নেই গায়ে কারো
নেইতো তাদের চাদর
এই সমাজের টোকাই তারা
কেউ করে না আদর।
ঠাণ্ডা লেগে এসব টোকাই
মরে কতো রোজ
কাফন-দাফন নেইতো তাদের
কেউ রাখে না খোঁজ।
ঠাণ্ডা লেগে মরতো না আর
টোকাইরা এই শীতে
একটা ওমর থাকতো যদি
খোদার পৃথিবীতে।
আরও পড়ুন...