খোলা ডাক
খোলা ডাক কিশোরকণ্ঠ ডেস্ক আগস্ট ২০২৪
প্রিয় বন্ধু
কিশোরকণ্ঠ আমার প্রিয় পত্রিকা। প্রিয় বন্ধু। কিশোরকণ্ঠের জন্য আমি এক মাস অপেক্ষায় থাকি। যখন নতুন কিশোরকণ্ঠ হাতে আসে তখন আমার মন আনন্দে নেচে ওঠে। আমি প্রতি মাসে লেখা পাঠানোর চেষ্টা করি। অনুশীলন, শব্দধাঁধা, বলতে পারোতে আমার নাম ছাপা হয়েছে। এখনো কোনো লেখা ছাপা হয়নি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত লেখা পাঠানোর। একদিন আমার লেখা ছাপা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য এবং প্রিয় কিশোরকণ্ঠের জন্য দোয়া করবেন।
রাকিবুল ইসলাম, আতাইকুলা, সদর, পাবনা
প্রিয় কিশোরকণ্ঠ
কিশোরকণ্ঠ! যার কথা ভাবলেই ওই দূর কৈশোর থেকে কী এক মায়াময় স্মৃতির সুর হঠাৎ কানে বাজে। অর্ফিয়ুসের সুরের মতোই অনুপেক্ষণীয় সেই সুর।
আমার তখন একটা কাক ডাকা ব্যস্ত ভরদুপুরের কথা মনে পড়ে যায় অথবা মনে পড়ে একটা সোনালি বিকেলের কথা, কিংবা মনে পড়ে একটা নির্জন নিশুতির কথা!
সেই যে শুয়ে শুয়ে মন্ত্রমুগ্ধের মতো আটকে থাকা কিশোরকণ্ঠের মাঝে! কল্পনার জাদুর গালিচায় চড়ে পাড়ি দেওয়া কত দূর দূরান্তে! কত স্বপ্ন বোনা! কত শত সহ¯্রবার চমৎকৃত হওয়া! আহা এমনটি আর হয় না!
বই পড়ার ক্ষেত্রে আমার জীবনের সবচেয়ে বড়ো টার্নিং পয়েন্ট কিশোরকণ্ঠ। বরং বলা যায়- আমার জীবনের সোনালি অধ্যায়ের সূচনা কিশোরকণ্ঠের হাত ধরে।
কিশোরকণ্ঠ- যা কি না আস্ত একটা কৈশোর, জীবনের সবটা পাঠ কী অভূতপূর্ব সুকৌশলে নিজের ভেতর ধারণ করে।
এমন একটি পত্রিকার পাঠক হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি কিশোরকণ্ঠের উত্তরোত্তর সফলতা কামনা করি।
সাইফ মিরাজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
দারুণ সংখ্যা
কিশোরকণ্ঠ জুন ২০২৪ সংখ্যাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ইদুল আজহার প্রচ্ছদ থেকে শুরু করে ভেতরের রঙিন পৃষ্টার লেখাগুলো আনন্দের ঢেউ তুলে যাচ্ছিলো মনে। ভালো লেগেছে ‘দেশ সেরা দেশ’ কবিতাটি। ক্ষুদ্র পরিসরে হলেও জানা হয়েছে পলাশীর ইতিহাস। এছাড়া কিশোর উপন্যাস, সায়েন্স ফিকশন ও তোমাদের গল্পও ভালো লেগেছে। জুন সংখ্যায় বেশ নতুনত্ব এসেছে। আগের তুলনায় অধিকসংখ্যক পৃষ্টা রঙিন হয়েছে। লেখার সাথে মিলিয়ে ছবি নির্বাচনটা সঠিক ছিল। এছাড়া জুন সংখ্যার সাথে পেয়েছি আকর্ষণীয় একটি রঙিন পর্যায় সারণি। যেটার জন্য কিশোরকণ্ঠ পরিবারকে ধন্যবাদ দিতেই হয়।
আরিফুল ইসলাম
নকলা, শেরপুর
উপহারের জন্য ধন্যবাদ
মাসের শুরুতেই বুকস্টলে খোঁজ করি প্রিয় কিশোরকণ্ঠ পত্রিকার। পত্রিকা নিয়ে বাসায় পৌঁছার আগেই ভেতরের পৃষ্টাগুলো উলটে দেখে ফেলি। কিশোরকণ্ঠ ইদানীং ছোট্ট উপহার দিচ্ছে। গত মে সংখ্যার সাথে পেয়েছিলাম বীজগণিতের সূত্রের কার্ড। এবার জুন সংখ্যার সাথে পেলাম মৌলের পর্যায় সারণি। উপহারগুলো আমাদের বাড়তি আনন্দ দেয়। এত সুন্দর উপহার দেওয়ার জন্য কিশোরকণ্ঠকে আন্তরিক ধন্যবাদ জানাই।
লিমন সরকার
মতিঝিল, ঢাকা
আরও পড়ুন...