খোলা ডাক

খোলা ডাক

খোলা ডাক কিশোরকণ্ঠ ডেস্ক সেপ্টেম্বর ২০২৪

ভালোবাসার নাম

কিশোরকণ্ঠ একটি ভালোবাসার নাম। কিশোরকণ্ঠের সাথে আমার পরিচয় ২০২০ সালে। আলহামদুলিল্লাহ আমি ২০২৩ সাল থেকে কিশোরকণ্ঠে লেখা পাঠাই। হাসির বাকসো বিভাগে আমার একটি লেখা স্থান পেয়েছিল। প্রিয় কিশোরকণ্ঠকে জানাই অসংখ্য ধন্যবাদ।

মো: জুনাঈদ ইসলাম জামিল

সদর, ঠাকুরগাঁও


বন্ধু

আমার বন্ধু কিশোরকণ্ঠ। কিশোরকণ্ঠের সাথে আমার পরিচয় হয়েছে ২০২২ সালের আগস্ট মাসে। আমার মাদ্রাসার এক বড়ো ভাই আমাকে প্রথম কিশোরকণ্ঠ এনে দিয়েছিলেন। তারপর থেকেই কিশোরকণ্ঠ আমার বন্ধু হয়ে ওঠে।

মোহাম্মদ হাসান লিমন


নতুন কিশোরকণ্ঠ

কিশোরকণ্ঠ সবসময়ই নতুন থাকে। প্রতি মাসেই রঙিন কভারে আসে আমাদের কাছে। নতুনের আনন্দে পাঠকের হৃদয়ে জায়গা করে থাকে। কিশোরকণ্ঠ আমাদের কণ্ঠ। শিশু-কিশোরদের কণ্ঠ। আমাদের মনের ভাষায় কথা বলে কিশোরকণ্ঠ। তাইতো এত ভালো লাগে, ভালোবাসি কিশোরকণ্ঠ।

আরাফাত ইসলাম, সাতকানিয়া, চট্টগ্রাম


প্রিয় কিশোরকণ্ঠ

আমার মতো হাজারো পাঠকের মন জয় করে একান্ত বন্ধু হিসেবে হৃদয়ের গহিনে জায়গা করে আছে প্রিয় কিশোরকণ্ঠ পত্রিকা। ২০১৮ সালে প্রথম পরিচয় হলেও করোনা মহামারীর কারণে ২০২০ সালে পড়া হয়নি। কিন্তু তারপর ২০২১ সাল থেকে এ পর্যন্ত নিয়মিত পাঠক আমি। চাই কলেজ লেভেল শেষ করেও সঙ্গী হিসেবে রাখতে। আমার জীবনের প্রথম পড়া শিশু-কিশোর পত্রিকা কিশোরকণ্ঠ। এখানেই শেষ নয়, আমার সর্বপ্রথম লেখা ছাপা হয় এই কিশোরকণ্ঠেই। নভেম্বর-২০২৩ সংখ্যায় আমার লেখা ছাপা হওয়ার পর প্রথম সৌজন্য সংখ্যা উপহার পাই।  

কিশোরকণ্ঠ শুধু একজন শিশু-কিশোরের মানসিক বিকাশ ত্বরান্বিত করেই ক্ষান্ত থাকে না, কিশোরকণ্ঠ পথ দেখিয়ে দেয়; কীভাবে স্বপ্নকে বাস্তবায়ন করা যায়। অজানাকে জানায়, অচেনাকে চেনায়। সুপ্ত প্রতিভাকে অঙ্কুরিত করে। বই পড়ার উদ্দীপনা সৃষ্টি করে। সাহিত্যের উৎকর্ষ সাধন করে। 

কিশোরকণ্ঠ বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে যাক এবং এর জ্ঞানের আলোয় সিক্ত হোক প্রত্যেকটি শিশু-কিশোরের অন্তর। এটাই আমার প্রত্যাশা। প্রিয় কিশোরকণ্ঠ, ভালো থেকো।

জুবাইর আল হাদী
সদর উত্তর, পিরোজপুর


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ