খোলা ডাক

খোলা ডাক

খোলা ডাক কিশোরকণ্ঠ ডেস্ক নভেম্বর ২০২৪

প্রিয় পত্রিকা
আমার জীবনে প্রথম যে পত্রিকার সাথে পরিচয় হয় তার নাম কিশোরকণ্ঠ। কিশোরকণ্ঠের সাথে আমার পরিচয় হয় ২০১৭ সালে। সেই থেকে আজও আমি কিশোরকণ্ঠ পড়ি। কিশোরকণ্ঠ আমার প্রিয় পত্রিকা। যখনই সুযোগ পাই তখনই পড়ি। কুরআনের আলো, হাদিসের আলো, কিশোর উপন্যাস, হাসির বাকসো বিভাগগুলো প্রথমে পড়ি। জুলাই ২০২৪ সংখ্যার লেখাগুলো বেশ ভালো লেগেছে। আমি এখন মাসের প্রথমে অপেক্ষায় থাকি কখন পাবো প্রিয় পত্রিকা কিশোরকণ্ঠ। 

মুহাঃ মাজহারুল হান্নান
, মহেশ্বরীপুর, কয়রা, খুলনা


প্রিয় কিশোরকণ্ঠ

অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। প্রথম পরিচয় সেই ২০০২ সালে। মাসটা মনে নেই। কিশোরকণ্ঠ তখনো নতুন কিশোরকণ্ঠ হয়ে ওঠেনি। পাবনা ইসলামিয়া মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ি তখন। আবু দাউদ নামে এক বন্ধুর মাধ্যমে তোমার সাথে প্রথম পরিচয়। তোমার প্রতিটি বিভাগই খুব ভালো লাগতো। ঝকঝকে মলাটে বাঁধা ছোট্ট সেই বইটা যে কতটা আবেগের ছিল তা অবর্ণনীয়। সবচেয়ে আকর্ষণীয় ছিল রহস্য উপন্যাস। তখন জুবায়ের হুসাইন নামে এক লেখকের রহস্য উপন্যাস ছাপা হতো মাঝে মধ্যে। সেই ২০০২ সাল থেকে একটানা কয়েক বছর কিশোরকণ্ঠের সাথে দহরম মহরম। এরপর কলেজ, ভার্সিটি লাইফে প্রবেশের পর আস্তে আস্তে সম্পর্কের ভাটা পড়তে লাগলো। পড়াশোনার পাঠ চুকিয়ে এখন কর্মজীবনে আছি। অনেক বছর পর হঠাৎ ফেসবুকের কল্যাণে তোমার কথা মনে পড়ে গেল। আশপাশে স্টেশনারিজ, লাইব্রেরি, পত্রিকার দোকান খোঁজ করেও তোমার দেখা পেলাম না। শেষ পর্যন্ত অনলাইনে অর্ডার করে আগস্ট ২০২৪ সংখ্যা সংগ্রহ করলাম। তোমাকে হাতে পেয়ে মনে হলো যেন অনেক পুরোনো কোনো বন্ধুর সাথে অনেক বছর পর দেখা হলো। পাতা উল্টিয়ে দেখলাম বিভাগগুলো সেই আগের মতোই আছে। সময়ের আবর্তে আজ আমার প্রিয় কিশোরকণ্ঠ আমার পরবর্তী প্রজন্মের প্রিয় হতে চলেছে। আমার ছোট্ট শিশুটা যেন তার সোনালি কৈশোর কিশোরকণ্ঠের সাথে কাটায় আর নিজের জীবনকে বিপথগামিতা থেকে ফিরিয়ে রাখতে পারে। সবার কাছে দোয়া কামনা করছি। ধন্যবাদ।


জায়েদ আল জাফরী
, উপপরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালায়, নীলফামারী


মুগ্ধ পাঠক
আমার জীবনে আমি সর্বপ্রথম যে পত্রিকাটি পড়েছিলাম তার নাম- কিশোরকণ্ঠ। আমি ২০২৩ সালে পঞ্চম শ্রেণির পরীক্ষা শেষে আমার বড়ো বোনের বিয়েতে গিয়ে কিশোরকণ্ঠের সাথে পরিচিত হই। ছোটবেলা থেকে আমি ক্লাসের পড়া-লেখা করে গল্পের বই পড়ি। গল্পের বই পড়তে আমার বেশ ভালো লাগে। আমি একটা ছেলেকে কিশোরকণ্ঠ পড়তে দেখলাম। তখন আমি তাকে বললাম- ভাইয়া কোন বই? তখন তিনি বললেন- এটা কিশোরকণ্ঠ পত্রিকা।


- ভাইয়া এটা আমি পড়তে পারি?


- হ্যাঁ পড়ো।


আমি যখন কিশোরকণ্ঠ পড়লাম। উপন্যাস, খেলার চমক, সায়েন্স ফিকশন ভালো লাগলো। তখন থেকে আমি নিয়মিত কিশোরকণ্ঠ পড়ি। এবং আমার ভাইকে পড়াই। 


মোঃ সোহাগ আহমেদ (সৌরভ)
, ভোগাডাঙ্গা, সদর, কুড়িগ্রাম

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ