গ্রাফিতি

গ্রাফিতি

ছড়া-কবিতা কামাল হোসাইন জানুয়ারি ২০২৫

দেয়ালে দেয়ালে ঝুলছে দেখো তো

কত কত রং-ছবি

এঁকেছে সে কারা? কোন রং-তুলি

কোন স্বপ্নের কবি?


শত বঞ্চনায় অধিকারহীন 

নতুনের প্রতিনিধি 

দেয়ালে দেয়ালে রাখে সে চিহ্ন  

দূর থেকে দেখে বিধি।


ক্ষমতার মোহে ছিলে তো অন্ধ

দেখো নাই চোখ মেলে

ছুঁড়ে দিয়ে তুমি জনতার দাবি 

সংঘাত দিলে ঠেলে।


তুমি তো অসুর, ফ্যাসিস্ট তোমার

বহু পাপ হলো জমা

এই প্রজন্ম সেই মহাপাপ 

করতে পারেনি ক্ষমা।


চোখটা তোমার খুনপিপাসায়

উঠেছে দারুণ জ্বলে

এখানে-সেখানে তোমার ইশারায় 

অস্ত্রের খেলা চলে।


পাখির মতোই মেরেছ শিশুদের 

মানুষ মেরেছ কত!

রক্তে রক্তে ভেসেছে স্বদেশ

হৃদয় করেছ ক্ষত।


বুলেটকে তারা পরোয়া করেনি

বোঝেনি মৃত্যুভয়

এইভাবে বুঝি যুগে যুগে হয়

দুঃসাহসের জয়।


দেয়ালে দেয়ালে সেই ইতিহাস 

রচেছে কত না বীর

সেই দেয়ালেই গাঁথা হয়ে গেছে 

স্বপ্নটা আগামীর।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ