ঝাঁপি থেকে
ঝাঁপি থেকে কিশোরকণ্ঠ ডেস্ক জানুয়ারি ২০২৫
* কিশোরকণ্ঠের দাম ২০-২৫ টাকা হলে শিশু-কিশোরদের কিনতে সুবিধা হতো।
আরিফ হাসান নূর, রাজিবপুর, কুড়িগ্রাম
- কাগজ-কালি ও ছাপার খরচের ওপর দাম নির্ভর করে। কিশোরকণ্ঠের এ দাম ঠিকই আছে।
* ৭৯ পৃষ্টায় কবিতা না ছাপার অনুরোধ। কারণ সেটা বলতে পারো ও শব্দ ধাঁধার জন্য কেটে পাঠাতে হয়।
সুহাইল আব্দুল্লাহ মাহমুদ মুয়াজ
নাটোপাড়া, লালমাই, কুমিল্লা
- তোমার পরামর্শের জন্য ধন্যবাদ।
* হাসির বাকসো ছাপলে পুরস্কার দেওয়া হয়?
ইফতেখার আহমদ জিয়ান, সাতকানিয়া, চট্টগ্রাম
- না।
* নিজের লেখা কবিতা পাঠানো যাবে?
মোহাম্মদ আরমানুল ইসলাম জিদান
চকরিয়া, কক্সবাজার
- কবিতা পাঠানো যাবে।
* ‘মোরা বড় হতে চাই’ লেখা আবার চালু করার অনুরোধ জানাচ্ছি।
ইবাদুর রহমান, রামগঞ্জ, লক্ষ্মীপুর
- চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।
* ‘ছবি দেখে গল্প বলি’ বিভাগটি চালু করলে ভালো হতো।
মুশফিকা মারিয়াম, বোচাগঞ্জ, দিনাজপুর
- অন্যান্য বিভাগ তো আছেই। সেখানেই অংশগ্রহণ করলে ভালো হবে।
* ২০২৫ সালে যারা দাখিল পরিক্ষা দেবে তাদের জন্য কিছু অনুপ্রেরণামুলক লেখা ছাপালে ভালো হবে।
রবিউল হাসান, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর
- ক্যারিয়ার বিভাগটি নিয়মিত পড়তে পারো।
* আমরা কি খেলার চমক, কার্টুন পাঠালে ছাপা হবে?
মাহতাব মিশাল, শ্রীপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর
- উপযুক্ত হলে ছাপা হবে ইনশাল্লাহ।
* কিশোরকণ্ঠে আমরা কি রূপকথার গল্প দিতে পারি?
মোঃ সোহাগ আহমেদ সিবগাতুল্লাহ
কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম
- হ্যাঁ, অবশ্যই দিতে পারো।
আরও পড়ুন...