টাপুর টুপুর বৃষ্টি পড়ে
ছড়া-কবিতা শরীফ আবদুল গোফরান জুলাই ২০২৪
বৃষ্টি এলো আকাশ জুড়ে
আঁধার কালো আঁধার
গাছে গাছে মিষ্টি হাসি
কদম কেয়া মাদার।
কানায় কানায় ভরে ওঠে
পুকুর নদী খাল
শাপলা শালুক ভাসে জলে
ভাসে ঝরা তাল।
ধানের নাচন বানের নাচন
বাজনা বাজে ঝড়ের
যায় উড়ে যায় জৈগুন বিবির
দোচালা ঘর খড়ের।
কলা পাতায় বৃষ্টি পড়ে
শব্দ টাপুর টুপুর
বানের জলে ঢেউ খেলে যায়
সকাল থেকে দুপুর।
আরও পড়ুন...