ঢেউয়ের সাগর
কবিতা ওয়াহিদ জামান নভেম্বর ২০২৩
শো শো শো শব্দ করে আসছে তেড়ে ঢেউ,
ভাসছে অনেক নৌ জাহাজ, ডুব সাঁতারে কেউ।
ঢেউ ছড়িয়ে ঢেউ মিলিয়ে যাচ্ছে সুরে সুরে,
চোখের সীমা যাচ্ছে ফুরে দূর নীলিমার নূরে।
কুমির রাজা দিচ্ছে সাজা
সুযোগ পেলে তবে,
ধরছে যখন মৎস্য তাজা
ঢেউয়ের কলরবে।
সাগর ফুঁড়ে সুরুজ ওঠে পূব আকাশের গায়,
সন্ধ্যাবেলা পশ্চিমে সে আবার ডুবে যায়।
আসা যাওয়ার খেলার মাঝে বেলাভূমি সাজে,
কখনো বা ঝড় উঠে যায় ভয়ের ডঙ্কা বাজে।
জলোচ্ছ্বাসে ভাসায় আবার শহর নগর গাঁও,
ডুবে মরে মা ও বাবা, সাথে ডোবে ছাও।
মুক্তো বুকে ঝিনুকের দল সাগর তলদেশে,
ঘোমটা টেনে ডাকছে দেখো মুচকি হেসে হেসে।
সাগরের নানান রূপ দেখে শিখতে তুমি যদি,
কুলকুলিয়ে বইতো তোমার জীবন নামের নদী।
আরও পড়ুন...