তাকওয়ার জাফরান
হাদীসের আলো বিলাল হোসাইন নূরী জুন ২০২৪
জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ মাসের দশ তারিখেই ঈদুল আজহা। কুরবানির ঈদ। ফারহান এখন থেকেই একটানা শুনে যাচ্ছে তার প্রিয় গান- ‘বুকের জমিনে ফুটলো কতটা তাকওয়ার জাফরান; সে খবর নিতে কুরবানি আসে, ছড়ায় নতুন ঘ্রাণ’...!
বাবা বললেন, তোমার ঈদ কি এখনই শুরু হয়ে গেছে? তবে শুধু গান শুনলেই হবে না, কুরবানি নিয়ে জানাশোনাও থাকতে হবে। কুরবানি ইসলামের অন্যতম বিধান। বিশেষ ইবাদাত। পৃথিবীর প্রথম কুরবানি ছিল হাবিল-কাবিলের কুরবানি। প্রথম মানুষ আদম (আ)-এর ছেলে ছিলেন তারা। হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছিলেন। কাবিল তাকওয়ার পরিচয় দিতে পারেনি বলে তার কুরবানি কবুল হয়নি। এরপর সকল যুগেই কুরবানির বিধান ছিল। তবে সব কুরবানির নিয়ম একরকম ছিল না। আমাদের কুরবানির সাথে জড়িয়ে আছে ইবরাহীম ও ইসমাঈল (আ)-এর নজরানার অমলিন গল্প।
ফারহান বললো, বাবা! কুরবানির গল্প আমাদের জানা থাকলেও এর অনেক বিধি-বিধানই আমরা জানি না। বাবা বললেন, ঠিকই বলেছো। বলো তো, কুরবানি মানে কী? ফারহান বললো, তুমিই বলে দাও বাবা!
বাবা এবার অনবরত বলতে লাগলেন। উর্দু-ফারসি ও বাংলায় ‘কুরবানি’ শব্দের ব্যবহার থাকলেও আরবি শব্দটি হচ্ছে ‘কুরবান’। যার অর্থ নৈকট্য। আল্লাহর নৈকট্য। এ কুরবানির সময় তিনদিন। জিলহজ মাসের দশ, এগারো ও বারো তারিখ। তবে দশ তারিখই উত্তম। এজন্য দশ তারিখকে বলা হয় ‘ইয়াওমুন নাহর’- কুরবানির দিন। (বুখারি)
প্রয়োজনীয় খরচ ব্যতীত এ দিনগুলোতে যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন, তার ওপর কুরবানি ওয়াজিব। আর নিসাব হচ্ছে, সাড়ে সাতভরি সোনা অথবা সাড়ে বায়ান্ন ভরি রুপা কিংবা সমমূল্যের সম্পদ- টাকা-পয়সা।
কুরবানির দিন এক মহান দিন। এ দিন আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদার। (আবু দাউদ)
এ দিনের প্রথম কাজ ঈদের সালাত আদায় করা। তারপর কুরবানি করা। ‘যে সালাতের আগেই কুরবানি করে, সে তা নিজের জন্যই করে। গোশত খাওয়া ছাড়া এতে আর কোনো সৌন্দর্য নেই। মর্যাদা নেই। উপকার নেই।’ (বুখারি)
ছয় ধরনের পশু কুরবানি করা যাবে। উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা ও ছাগল। এগুলো হতে হবে সুস্থ, সবল ও নিখুঁত। উট-গরু-মহিষ যে-কোনো একটিতে সাতজন শরিক মিলে কুরবানি দিতে পারবে।
ফারহান বললো, বাবা, আজ কুরবানি নিয়ে অনেক কিছুই জানলাম।
বাবা বললেন, জানার আলোকে নিজেকে গড়ে তুলতে হবে।
ধারণ করতে হবে কুরবানির শিক্ষা।
- বিলাল হোসাইন নূরী
আরও পড়ুন...