দাদুর পৌষ মাস
ছড়া-কবিতা হুসাইন রিহান জানুয়ারি ২০২৫
কই রে নাতিপুতি
পৌষের জাড়ে কাঁপছে দেহ
কাঁপছে দাঁতের পাটি,
সমান তালে নড়ছে সাথে
আমার হাতের লাঠি।
এই না বুঝি গেলাম পড়ে
ভাঙলো দেহের কাঠি।
এতো শীতে বল তো শুনি
কেমন করে হাঁটি?
কই রে তোরা কোথায় গেলি
ঠাণ্ডা ভীষণ মাটি,
জলদি করে দে বিছিয়ে
খেজুর পাতার পাটি।
আরও পড়ুন...