দুটি শরৎ-রেদুমিক
ছড়া-কবিতা রেদওয়ানুল হক সেপ্টেম্বর ২০২৪
০১.
ছাদের ওপর শুয়ে শুয়ে একটি ছোটো বালক,
দেখছে একি আকাশ জুড়ে!
মিষ্টি নরোম বাতাস জুড়ে,
উড়ছে কতো বক-পাখিদের শাদা শাদা পালক।
ছাদের ওপর শুয়ে শুয়ে একটি ছোটো বালক,
ভাবছে মনে এই পৃথিবীর কোন সে মহান চালক?
০২.
শাদা শাদা মেঘের ভেতর- যায় হারিয়ে মন!
যায় হারিয়ে কাশের বনে,
কলমিলতা-বাঁশের বনে,
যায় ছাড়িয়ে আকাশ-বাতাস, নীলের সিংহাসন।
শাদা শাদা মেঘের ভেতর- যায় হারিয়ে মন!
মনটা যেন মেঘের সাথে উড়াল সারাক্ষণ।
আরও পড়ুন...