দেশ সেরা দেশ

দেশ সেরা দেশ

ছড়া-কবিতা মোশাররফ হোসেন খান জুন ২০২৪

ক্ষেতে সোনা ধান গলা ভরা গান চির চেনা বিল 

মাঠে চরে গরু আলপথ সরু ওড়ে গাঙচিল।

সবুজের ছায়া আহা কী যে মায়া মেঘ সাদা কালো 

ঝিকমিক তারা হাসে ঐ কারা- আলো আর আলো।


দখিনের হাওয়া কী মধুর পাওয়া শিহরিত মন 

হেঁটে হেঁটে পায় হাতে ধরা যায় তরুলতা বন।

শিল্পের খাসা বাবুইয়ের বাসা ছোটো ছোটো ছানা 

পানি ভরা ঝিল নীল আর নীল ডাকে রাতকানা।


শরতের রাতে সাদা দুধ ভাতে জোছনার ছায়া 

ঝিঁঝিদের সুর দূর বহুদূর রেখে যায় মায়া।

জান রেখে বাজি গুণটানা মাঝি ধাপে ধাপে ধায়

তাঁতী কুলি চাষী ভালো বাসাবাসি মিলেমিশে ভাই।


কত মাখামাখি পশু আর পাখি চাঁদ তারা রবি

যেখানেই থাকি বুকে বেঁধে রাখি স্বদেশের ছবি।

এ আমার দেশ মধুপরিবেশ কী যে জাদুময়

কী যে ভালোবাসা দিয়ে যায় আশা বুঝাবার নয়।


থোকা থোকা সুখ খেদহীন বুক এই আছি বেশ

কুলু কুলু নদী বহে নিরবধি দেশ সেরা দেশ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ