নতুন দিন নতুন আলো

নতুন দিন নতুন আলো

আমাদের কথা কিশোরকণ্ঠ ডেস্ক জানুয়ারি ২০২৫

প্রাণপ্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম।

কেমন আছো তোমরা?

আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আল্লাহর মেহেরবানিতে।

বিদায় ২০২৪। স্বাগত ২০২৫।

নতুন বছর। নতুন সূর্যোদয়। নতুন আলো।

তোমাদের জন্য রইলো ইংরেজি নববর্ষের প্রাণঢালা দোয়া ও শুভেচ্ছা।

একটি বছর দেখতে দেখতেই পার হয়ে গেল। আমরা যেন বুঝতেই পারলাম না, কীভাবে বছরটি শুরু হয়েছিল এবং কীভাবে শেষ হলো!

২০২৪ এর সবচেয়ে বড়ো ঘটনা হলো ৩৬শে জুলাই। অনেক রক্ত, ত্যাগ ও কুরবানির মাধ্যমে এই দিনে বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো।

তোমাদের মতো তরুণ ছাত্ররাই ছিল এই মুক্তির আন্দোলনের মুখ্য প্রাণশক্তি। তরুণ ছাত্ররাই প্রমাণ করে দিলো দেশের জন্য প্রয়োজনে যে-কোনো ত্যাগ স্বীকার করতে তারা সদা প্রস্তুত। এটা সত্যিই আশা ও স্বপ্ন জাগানিয়ার বিষয়। 

প্রকৃত অর্থে নবীন-তরুণ সাহসী ছাত্ররাই পারে একটি জাতির ভাগ্য পরিবর্তন করে দিতে। সেটাই আবার প্রমাণিত হলো। 

এখন দেশকে নতুন করে সাজানোর বিষয়। দেশকে নতুন করে গড়ে তোলার বিষয়। দেশকে সমৃদ্ধ করার বিষয়। আমাদের বিশ্বাস সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ।

এসো, নতুন বছরে আমরা এমন প্রত্যয় গ্রহণ করি যেন বাংলাদেশ সুখী সুন্দর সমৃদ্ধশালী দেশ হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। নতুন বছরে, নতুন দিনে, নতুন সূর্যোদয়ে এটাই আমাদের একান্ত চাওয়া মহান আল্লাহর দরবারে।

এই নতুন দিনের নতুন সূর্যোদয়ে আমাদের সমন্বিত কণ্ঠস্বর একটিই-

     আমরাই গড়বো আমাদের দেশ

     নতুনের আহ্বানে নতুন বাংলাদেশ। 


আজ এ পর্যন্তই!

 আল্লাহ হাফিজ।


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ