নতুন বছর
ছড়া-কবিতা হাসনাইন আহমদ এপ্রিল ২০২৫
টুন টুন টিন টিন,
নতুন বছর নতুন দিন।
নূপুর বাজায় হাওয়াতে,
শুকনো পাতা নাওয়াতে।
ঝি ঝি ঝিক্ ঝিক্,
ঝিঁঝি ডাকে চতুর্দিক।
ঝুলছে কাঁচা আমের থোকা,
নতুন বছর দিচ্ছে টোকা।
শন্ শন্ বয় ঝড়,
নিয়ে এলো কি খবর?
বসলো মেলা টরকিতে,
চড়বে খোকা চরকিতে।
ঝকঝকে হালখাতা,
পান্তা খেতে গুটাই হাতা।
সাদা সাদা ভাঁটফুল,
খুকি বানায় কানের দুল।
আরও পড়ুন...