নাম তাঁর ফররুখ
ছড়া-কবিতা সোলায়মান আহসান অক্টোবর ২০২৪
নাম তাঁর ফররুখ
ভয়ে নাহি কাঁপে বুক
মানুষের কথা বলে-
হেলেদুলে হেঁটে চলে।
বাবরি চুল উড়ে আকাশে
চোখ দুটি জ্বল জ্বল
যেন বীর শার্দুল
দৃষ্টি নয় তাঁর ফ্যাঁকাসে।
সুদূরে সমুদ্দুর
পাড়ি দিয়ে যাবে দূর
দারুচিনি দ্বীপ দেশে
ফিরে এসে বীর বেশে
দেশটায় দিয়ে মন
তারপর অগণন-
তারাদের মিছিলটা ধরবে
ছোটদের মন জয় করবে।
লিখে যান কবিতা গল্প ও ছড়া
কতোসব লিখে না হন হামবড়া
‘পাখির বাসা,’ ‘নতুন লেখা’
আর ‘চিড়িয়াখানা’
‘হরফের ছড়া’ ‘ছড়ার আসর’
এসব সবার জানা!
‘সাত সাগরের মাঝি’ তিনি
সিন্দাবাদ বুড়ো
হাতেম তা’য়ীর কিস্সা ফেঁদে
হলেন জগত জুড়ো।
পাখির কথা ফুলের কথা
পশু পোকা মাকড়
বাদ পড়েনি কারো কথা
বাদশাহ থেকে নফর।
ছোট্ট বেলায় দাদির মুখে
নবী-রাসূলের গল্প
সেসব কথা লিখে গেছেন
নয়তো খুব অল্প!
ছোট্টদের ভালোবেসে
গড়ে গেছেন স্বর্গ
এসো তাকে জানাই সালাম
অনুরাগের অর্ঘ্য।
আরও পড়ুন...