নীল আকাশের নীড়ে
ছড়া-কবিতা সঞ্জীব চট্টোপাধ্যায় জুন ২০২৪
মেঘ বসেছে নীল আকাশের নীড়ে
রূপকথারা জমছে গাছের মাথায়
চাঁদের সাথে রাত জোনাকির কথা
লিখবো আমি সমস্তটা খাতায়।
বাতিঘরের আলো এসে পড়ে
ভিড়লো কোথায় জাহাজগুলো এখন
আবার যখন ঢেউয়ে দেবে পাড়ি
মাঝ সমুদ্রে ডেকে নিও তখন।
ছায়ার ভেতর পথ ঘাট যত আঁকা
আলোর খোঁজে যাচ্ছে হেঁটে কারা
বৃষ্টি যদি ঝেপে আসে রাতে
রাত ফুরালে ফিরবে কি আর তারা?
আরও পড়ুন...