পাখপাখালির গল্পকথা

পাখপাখালির গল্পকথা

ছড়া-কবিতা শেখ বিপ্লব হোসেন নভেম্বর ২০২৪

হরেক পাখির এদেশ আমার

রূপের নেই যে শেষ,

রংবেরঙের হাজার পাখি

দারুণ পরিবেশ।


গানের পাখি টুনটুনি আর

দোয়েল কোকিল বুলবুলি,

বউ কথা কও মিষ্টি পাখি

গান গেয়ে যায় সুর তুলি।


বাবুই হলো শিল্পী পাখি

দারুণ বাসা বোনে,

চড়–ই পাখির কিচিরমিচির 

জাগায় সাড়া মনে।


কাকতাড়–য়া, পায়রা, শালিক

মজার পাখি ময়না,

নকল করে কয় সে কথা

তার তুলনা হয় না।


পানকৌড়ি, সারস, কোঁড়া

ঝিল পুকুরের সঙ্গী,

পানির পোকা খেয়ে বাঁচে

করে নানান ভঙ্গি।


পুকুরপাড়ের মাছরাঙাটা

দাঁড়িয়ে গাছের ডালে,

দৃষ্টি যে তার পুকুর জলে

মাছ ধরারই তালে।


নাম না জানা কত্ত পাখি

সবুজ বনের টিয়ে,

শেষ হবে না গল্পকথা

আজকে তাদের নিয়ে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ