পাখির সুরে মেলাও সুর
ছড়া-কবিতা নূরুন্নাহার নীরু নভেম্বর ২০২৪
রূপের রানী বাংলাদেশ
পাখ-পাখালি উড়ছে বেশ,
হরেক রকম আছে অশেষ।
নামগুলো তার জানো কি?
কোকিল, শ্যামা, ময়না, টিয়া,
দোয়েল, কোয়েল, ডাহুক, পিয়া,
বুলবুলি আর হলুদিয়া,
গান শুনেছ চড়–ইর কি?
কুহু কুহু চিঁউ চিঁউ,
টুইট টুইট পিউ পিউ
টুনটুনিটার টিউ টিউ
জাগায় প্রাণে সুরের রেশ।
সুর মিলিয়ে গাইবে কি?
আরও পড়ুন...