পৌষ
ছড়া-কবিতা মতিউর রহমান মিয়াজি জানুয়ারি ২০২৪
পৃথিবীর বুকে নামে কুয়াশার মেঘ
আঁধারের জামা পরে ঢেকে দেয় সব
থেমে যায় পাখিদের ডাকা কলরব
মুছে যায় জীবনের সব ভাবাবেগ।
গাছগুলো পাতাহীন অসহায় তারা
গাছপালা পাতাহীন কেমন অমিল
পাতাঝরা দিন যেন মনমরা দিল
বোবা হয়ে গেছে যেন পুরো গ্রাম-পাড়া।
হিম হিম শীতে কাঁপে বুড়ি থরথর
কয়লার আগুনেও কমে না যে শীত
হার মানে যুবকেরা নড়ে যায় ভিত
ফাগুনের মতো নেই পাতা মরমর।
পাতিহাঁস, বালিহাঁস, চখাচখি, চিতি
হরিয়াল, কুনচুষি, ভোলা, বাতারণ
কাদাখোঁচা, জলপিপি আর লালবন
ইউরোপ থেকে আসে এসব অতিথি।
এইভাবে পৌষ আসে আমাদের দেশে
ষড়ঋতু- এইদেশ যাই ভালোবেসে।
আরও পড়ুন...