প্রিয় পাখি

প্রিয় পাখি

আমাদের কথা কিশোরকণ্ঠ ডেস্ক নভেম্বর ২০২৪

প্রাণ প্রিয় বন্ধুরা, 

আসসালামু আলাইকুম। 

আশা করি সবাই ভালো আছো। সুস্থ আছো।

পাখি। একটি নাম। কিন্তু এর তাৎপর্যময় বাস্তবতা এবং নিগূঢ রহস্য নদীমাতৃক আমাদের এই বাংলাদেশে অনেক ব্যাপক। আমরা পাখিকে অনেক ভালোবাসি। সেই ভালোবাসার কোনো তুলনাই হয় না।

আমাদের ঘুম ভাঙে পাখির ডাকে। সারাদিন চলে পাখির গুঞ্জরণ। শহরে পাখির দেখা তেমন বেশি পাওয়া না গেলেও, পাখির কলকাকলি তেমন শোনা না গেলেও একটু দূরে গেলে, যেখানে গ্রামের ছোঁয়া আছে, গাছপালা নদী বন বাদড় আছে সেসব এলাকায় চোখ রাখলেই দেখা যাবে পাখির সমারোহ। শোনা যাবে পাখির ঐকতান। মনোরম কলরব।

আমাদের শিল্প-সাহিত্য, গান-কবিতা, নাটক, গল্প, উপন্যাস- যা-ই বলি না কেন সকল ক্ষেত্রেই পাখির উপস্থিতি কোনো না কোনোভাবে আছে। কোথাও সরাসরি, আবার কোথাও বা প্রতীকের মাধ্যমে আছে পাখির উপস্থিতি। ছোটদের ঘুম পাড়ানোর জন্যও আমরা পাখির সাথে মিতালী করি। নানা ধরনের পাখি বিষয়ক গান শুনিয়ে বাচ্চাদের ঘুম পাড়াই। আমরা পাখির সাথে কথা বলি। আবার পাখিও আমাদের সাথে কথা বলে। পাখি নিয়ে মনে মনে কত কিছু কল্পনাও করি। অর্থাৎ পাখি ছাড়া আমাদের জীবন, আমাদের কর্মপ্রবাহ আমাদের দেশ- কল্পনাও করা যায় না।

আমরা সকলেই জানি বাংলাদেশের জীববৈচিত্র্যের অনিন্দ্য সৌন্দর্য হলো পাখি। হাজারো প্রজাতির পাখি আছে আমাদের এই সবুজ শ্যামল দেশে। আছে অনেক বিরল পাখিও। সেই সাথে অনেক পাখি ছিল যে পাখি হারিয়ে যেতে যেতে এখন অনেকটাই দুর্লভ হয়ে উঠেছে। এসব নিয়েই থাকছে কিশোরকণ্ঠের নভেম্বর সংখ্যার বিশেষ আয়োজন। আশা করি তোমাদের ভালো লাগবে।

আজ এ পর্যন্তই।

আল্লাহ হাফিজ। 

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ