
ফলের উৎসব
ছড়া-কবিতা জি. মোস্তফা মে ২০২৩
গ্রীষ্মের খরতাপে আম-জাম পেকে যায়,
পাকা ফলের সুবাসে চারদিক ঢেকে যায়।
ঝোড়ো হাওয়া যায় বয়ে পাতাবনে বৃষ্টি,
টুপটাপ পড়ে রোজ পাকা ফল মিষ্টি।
লিচু পাকে বাগানে ঝরে যায় কিছু তার
পল্লীর কিশোরী রোজ ছোটে পিছু তার।
পাকে রোজ চুপিসারে আতাফল জামরুল
ফলের এই মৌসুমে খায় সবে ফলমূল।
দাওয়াতের অতিথি এলে রোজ পড়ে ধুম
মুখরিত হয় যেন দাওয়াতের মৌসুম।
পল্লীর বাঁকে বাঁকে হয় শত আয়োজন,
হোক ফলের উৎসব, খুব বেশি প্রয়োজন।
আরও পড়ুন...