ফুলের মেলা

ফুলের মেলা

ছড়া-কবিতা সাজজাদ হোসাইন খান সেপ্টেম্বর ২০২৪

শিউলি নাচে চোখের তারায় ঝুলাও চুলে জুঁই

গন্ধরাজের ধবল ঠোঁটে মৌপাখি ছুঁই ছুঁই।

কাঁঠালচাঁপার পাপড়ি কেমন হাওয়ায় উড়–উড়–

সেই চাঁপাতে সন্ধ্যা-সকাল আঁকতে পারো ভুরু।


মোরগফুলের লম্বা ঝুঁটি কলাই ফুলের নীল

শিশিরমাখা ঘাসের ফুলে স্বপ্নেরা ঝিলমিল।

সরষেফুলে স্বর্ণ ঝরে বকুলফুলে তারা

জোসনাফুলের গন্ধে বুঝি জগৎ মাতোয়ারা।


সূর্য গিলে সূর্যমুখী কদম তিলোত্তমা

মেঘের সাথে সখ্য যে তার পুলক রাখে জমা।

আলতাপায়ে রক্তজবা কেশর দোলে ঘাড়ে

বৃষ্টিভেজা কচুরিফুল হৃদয়টারে নাড়ে।


কামিনীরা কাঁকন বাজায় জামিনি তাই চাঙা

রোদ নামায় রোজ ফেরেশতারা সুবাস রাঙা রাঙা।

সেই সুবাসে মনের পাতা ডুবাও অহর্নিশ

গোলাপফুলের গোলাপ ছুঁতে হাত করে নিশপিশ।


এমন সময় বুকের মাঠে বসাও ফুলের মেলা

সবুজ মেঘের পালক বেয়ে আসবে প্রভাত বেলা।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ