বন্ধু আমার পাখি

বন্ধু আমার পাখি

ছড়া-কবিতা জাকির আবু জাফর নভেম্বর ২০২৪

ও পাখি তোর শরীর জুড়ে কে মেখেছে রং

কে দিয়েছে পাখনা খোলার বিচিত্র এ ঢং!

কী যে মায়া কী মমতা কী যে তোমার রূপ

তোমার সুরের জাদুর মোহে বনানী নিশ্চুপ! 


কেমন করে মেলিস পাখা কেমন করে উড়িস

মেঘের কোলে শূন্যের ওপর কেমন করে ঘুরিস!

সাগর নদী পার হয়ে যাও একটুও নেই ডর

রাত পোহালেই শুনি তোমার মধুর কলস্বর। 


তুই কি আমার বন্ধু হবি খেলবি আমার সনে

ঘোর নিরালায় ঘুরবে যখন বাংলাদেশের বনে।

কাঁঠাল তলায় ঝরবে যখন লালচে হলুদ পাতা

তোমার জন্য আমার হৃদয় করবো সবুজ খাতা।

ইচ্ছেমতো আঁকবে তুমি লিখবে সুখের গান

আমার গানে আছে তোমার সুরের অবদান। 


হিজল বনের বুকের কাছে বাজাও তোমার শিস 

ভাল্লাগে না ভরদুপুরে সঙ্গে আমায় নিস।

নয় তো তুমি বন ছাড়িয়ে আমার কাছে আসো

আমার মতন তুমিও খুব কাব্য ভালোবাসো!


কিংবা যদি গল্প বলার ইচ্ছে থাকে সেই 

আমার সাথে বলবে তবে মনের আনন্দেই।

মনের সকল ইচ্ছে কথা বলতে পারো সব

রাখবে জমা কিচিরমিচির মিষ্টি কলরব। 


সেগুন পাতার ছাতার তলে দোয়েল যখন ডাকে

বল আমাকে ওই পাখিটি কার সে নামে ডাকে।

কে দিয়েছে কণ্ঠে পাখির এমন মধুর সুর

সকল কিছুর ¯্রষ্টা দিলেন, বুঝেছি যদ্দুর! 


পাখিরে তোর উড়াল পাখায় লিখবো আমার নাম

আকাশ বাতাস দেশ মহাদেশ ঘুরবো অবিরাম।

বিশ্বজগৎ ভ্রমণ করে আসবো ফিরে শেষে

হাজার পাখির গানে ভরা প্রিয় বাংলাদেশে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ