বর্ষামুখর দিনে

বর্ষামুখর দিনে

তোমাদের কবিতা মল্লিক মাহমুদ জুলাই ২০২৪

টাপুরটুপুর ছন্দে যখন বৃষ্টি আসে,

নয়নতারা নয়ন খুলে মিষ্টি হাসে।

গোলাপ ফুলও ছড়ায় হাসি পাপড়ি মেলে,

বাতাস জুড়ে ভালোবাসার আতর ঢেলে।


কৃষ্ণচূড়ার আলতা মাখা রঙিন মুখে,

প্রজাপতি চুমু আঁকে নিবিড় সুখে।

চালতা ফুলের নরম-কোমল শুভ্র কলি,

পাতার সাথে করে মধুর গলাগলি।


রক্ত জবার রক্ত রাঙা লালচে ঠোঁটে,

ঝাঁকে ঝাঁকে মৌমাছিদের মিছিল ছোটে।

আজকে ফুলের বন জেগেছে বৃষ্টি সুরে,

শীতল প্রাণের ঘ্রাণ ছড়িয়ে কাছে-দূরে।


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ