বর্ষায়
ছড়া-কবিতা আতিক হেলাল জুলাই ২০২৪
বর্ষায় বৃষ্টির থামাথামি নাই রে
বর্ষায় ঘর থেকে যাই কম বাইরে।
বর্ষায় কালো মেঘ, মনে জাগে শঙ্কা
ঘরে বসে খাই শুধু মুড়ি আর লঙ্কা।
বর্ষায় শুনি শুধু বৃষ্টির শব্দ
বর্ষায় সূর্যিটা হয়ে থাকে জব্দ।
বর্ষায় কাদা মাখে ছেলেপুলে ন্যাংটা
বৃৃষ্টির পরে শুধু ডাকে কোলা ব্যাঙটা।
আরও পড়ুন...