বিজয়ের সূর্যোদয়

বিজয়ের সূর্যোদয়

কুরআনের আলো বিলাল হোসাইন নূরী অক্টোবর ২০২৪

আলহামদুলিল্লাহ!

সবার মুখে মুখে আজ একটাই কথা। বাবা যেন একটু চিৎকার করেই বলে উঠলেন-  আলহামদুলিল্লাহ! সাথে সাথে মুশফিকও! মাথার ওপর থেকে যেন এক বিশাল বোঝা নেমে গেল। জালিম শাসকের হাত থেকে মুক্ত হয়েছে দেশ। আজ সবাই ডানা মেলা পাখি। মুক্তবিহঙ্গ। এর চেয়ে খুশির খবর আর কী হতে পারে? আজকের এ দিনটির জন্যই তো সবাই অপেক্ষা করছিল বছরের পর বছর!

একদিকে খুশি, অন্যদিকে স্মৃতির পাতায় ভেসে উঠছে ছোপ ছোপ রক্তের দাগ। এই তো, দু’দিন আগেই শহীদ হয়েছে মুশফিকের বন্ধু তাওহীদ! বুলেটের আঘাতে ঝাঁজরা হয়ে গিয়েছিল তার বুক। তারও আগে মুশফিক নিজেই তার এক চোখ হারিয়েছে। নিজেকে নিয়ে কোনো আফসোস নেই তার। তাওহীদের কথা মনে পড়তেই রাজ্যের হাহাকার এসে ভিড় জমায় বুকে। 

শুধু কি তাওহীদ? না, শত শত তাওহীদ প্রাণ দিয়েছে! আহত হয়েছে অগণিত মানুষ। অগণিত তরুণ-যুবক! কত কত জুলুমের ইতিহাস জমা হয়েছে এ মাটির বুকে, হিসেব নেই।

মুশফিক বললো, বাবা! তাহলে কি আমাদের প্রতিশোধ নেওয়ার সময় এলো?

বাবা হেসে বললেন, এসো প্রথমে আমরা সূরা আন-নাস্র পাঠ করি- “যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে দেখবেন- তখন আপনি আপনার রবের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি তাওবা কবুলকারী।” এখানে আল্লাহ তায়ালা বিজয়ীদের কাজ কী হবে, তা বলে দিয়েছেন। বিজয় আসে আসমান থেকে, তাই শুকরিয়াস্বরূপ আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণাই হচ্ছে প্রথম কাজ। তারপর তাঁর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর ক্ষমা না পেলে পৃথিবীর সকল বিজয়ই তো মূল্যহীন!

এ সূরায় মক্কা বিজয়ের দিকে ইশারা করা হয়েছে। মক্কা বিজয়ের পর নবীজি কী করেছেন, জানো? যারা তাকে নিজ জন্মভূমি থেকে বের করে দিয়েছে, তাদের বলেছেন- ‘আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই!’ 

মুশফিক বলল, জালিম কি তাহলে পার পেয়ে যাবে সহজেই?

বাবা বললেন, না! যতটুকু ক্ষমা করা যায়, আমরা ততটুকুই ক্ষমা করে দিতে চাই। প্রতিশোধের নামে কারো ওপর হামলা করতে চাই না। যাতে আমরাও আবার জালিম না হয়ে যাই। তবে প্রতিটি জুলুমের বিচার পাওয়াও মজলুমের অধিকার। তাই সে বিচার হবে আদালতে এবং তা হতেই হবে। স্বাধীনতার এ নতুন সূর্যোদয়ে আমরা এ দেশকে সাজিয়ে তুলতে চাই ইনসাফের রঙে!

মুশফিক বলল, ইনশাআল্লাহ!

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ