বিলের ধারে
ছড়া-কবিতা ছাবিনা আক্তার জানুয়ারি ২০২৫
আমার গাঁয়ের বিলের ধারেসারি সারি বকের ভিড়,শিকারিরা তাক করেছেমারবে নাকি তাদের তির।হঠাৎ তারা বুঝতে পেরে দল বেঁধে সব গেল উড়ে শিকারিদের মাথায় হাতকরতে থাকে আর্তনাদ।
আমার গাঁয়ের বিলের ধারে
সারি সারি বকের ভিড়,
শিকারিরা তাক করেছে
মারবে নাকি তাদের তির।
হঠাৎ তারা বুঝতে পেরে
দল বেঁধে সব গেল উড়ে
শিকারিদের মাথায় হাত
করতে থাকে আর্তনাদ।
শেয়ার করুন
সর্বাধিক পঠিত
আরও পড়ুন...