বুদ্ধির খেলা
বিবিধ কিশোরকণ্ঠ ডেস্ক অক্টোবর ২০২৪
প্রিয় বন্ধুরা, মাথা খাটিয়ে বের করো বুদ্ধির খেলা ৬-এর উত্তরগুলো! এরপর নিচে দেওয়া ফরমটি পূরণ করে আলাদা কাগজে উত্তর লিখে পাঠিয়ে দাও কিশোরকণ্ঠের ঠিকানায়। সেরা তিনজন বিজয়ী বন্ধুর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। উত্তর পাঠাতে হবে আগামী ৩১শে অক্টোবরের মধ্যে। উত্তর অবশ্যই খামে করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। তাহলে দেরি কেন? আজই বসে পড়ো বুদ্ধির খেলার সমাধানে।
১. পার্সার চেয়ে সাদ ৪ বছরের ছোট আর তৌসিফের বয়স সাদের বয়সের ৪ গুণ। আবার রনির বয়সও পার্সার বয়সের ৪ গুণ। এখন তৌসিফের বয়স যদি ১৬ বছর হয় তবে বলো তো রনির বয়স কত?
২. বলো তো ১২:০০ এএম হতে ১২:০০ পিএম পর্যন্ত একটি ঘড়ির মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে?
৩. মনে করো, সার্ফ এক্সেলের খালি প্যাকেট ৫টি জমা দিলে ১ প্যাকেট নতুন সার্ফ এক্সেল পাওয়া যায়। তোমার কাছে ৭৭টি সার্ফ এক্সেলের খালি প্যাকেট আছে তবে তুমি মোট কয় প্যাকেট সার্ফ এক্সেল পাবে?
৪. বলো তো, পারমাণবিক সংখ্যা ৯২ এবং ভর সংখ্যা ২৩৮ বিশিষ্ট ইউরেনিয়াম পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা কত হবে?
৫. তুমি যদি বরফের পানি দিয়ে একটি গ্লাস কানায় কানায় পূর্ণ করো এবং বরফ গলে যায়, তাহলে কী হবে?
বুদ্ধির খেলা ৩-এর উত্তর
১. ৪৯টি। থলেতে ১২ রকম রঙের মার্বেল আছে, তাই ১২টি মার্বেল তোলার পর পুনরায় একই রঙের মার্বেল হাতে উঠবে। এভাবে (১২দ্ধ৪) ৪৮টি মার্বেল তোলার পর তোমার কাছে সকল রঙের ৪টি করে মার্বেল থাকবে। সুতরাং আর ১টি অর্থাৎ ৪৯টি মার্বেল তোলার পর তুমি নিশ্চিতভাবে বলতে পারবে তোমার কাছে একই রঙের ৫টি মার্বেল আছে।
২. ১,২,৩। (১+২+৩ = ৬) (১দ্ধ২দ্ধ৩ = ৬)
৩. ২৫০টি।
৪. লোহা দিয়ে তৈরি জাহাজ পানির ওপর ভেসে থাকে, কারণ তার ভেতরটা ফাঁপা রেখে তৈরি করা হয়। আর জাহাজ এমন আকৃতির তৈরি করা হয় যা প্রচুর পরিমাণে পানি অপসারণ করে সেই আকৃতির স্থান দখল করতে পারে। জাহাজ যখন ভাসে তখন তার ওজন ডুবে থাকা অংশের মাধ্যমে অপসারিত পানির ওজনের সমান হয়। বাকি অংশ ওপরে থাকে যা ডোবে না।
৫. মহাকর্ষ এবং এই উত্তোলন বল পরস্পর সমান ও বিপরীত। অর্থাৎ একে অন্যকে বাতিল করে দেয়। তাই বিমান যে উচ্চতায় রয়েছে, সে উচ্চতাতেই ভেসে থাকতে পারে। মহাকর্ষ বেশি হলে বিমান ওই উচ্চতায় থাকবে না, নিচের দিকে পড়তে থাকবে।
বুদ্ধির খেলা ৩-এর বিজয়ী
১. মোহাম্মদ হাবিব উল্লাহ, পতেঙ্গা, চট্টগ্রাম
২. মো: ফয়সাল নাফিজ, সদর, কুষ্টিয়া
৩. মোছা: সিরাজুম মুনিরা, দুপচাঁচিয়া, বগুড়া
আরও পড়ুন...