বৃষ্টিরে বৃষ্টি

বৃষ্টিরে বৃষ্টি

কবিতা আবদুল ওহাব আজাদ জুলাই ২০২৪

বৃষ্টি নামে মেঘের ঘামে নামুক না

না হয় সবার কাজ কর্ম একটু সময় থামুক না।


মেঘের ভাঁজে সকাল সাঁঝে বৃষ্টি যত আসুক না

সাগর নদী ইচ্ছে মতো জোয়ার জলে ভাসুক না।


বৃষ্টি নামে আবার থামে গাছেরা সব জাগুক না

ফুল পাখিদের মিলন মেলায় সুরের ছোঁয়া লাগুক না।


বৃষ্টি নামে সবুজ গ্রামে কিষাণরা গান ধরুক না

সকাল বিকাল ঝর্ণা ধারা যত পারুক ঝরুক না।


বিলে ঝিলে পাবদা মিলে মাছেরা দল বাঁধুক না

হঠাৎ জলে দলে দলে ব্যাঙেরা সুর সাধুক না।


বৃষ্টি ছড়ায় পাহাড় চূড়ায় উড়ায় ঝড়ো হাওয়া,

এ যে শুধু খোদারই দান মোদের পরম পাওয়া।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ