মনের দুয়ারে হেমন্তের টোকা
কবিতা মনসুর আজিজ অক্টোবর ২০২৩
হেমন্ত ঋতু মনের দুয়ারে টোকা দেয় মাঝরাতে
পাখিরা তখন বিলাসী সফরে পাড়ি দেয় অজানায়
আকাশ বাড়িটা সজ্জিত থাকে তারাফুল জোছনায়
বুনো ঝিঁঝিদের আসরে তখন মিশে যাই ইশারাতে।
কোলাহলহীন আলপথ শুধু পলকের ভাষা চিনে
রূপের ঝালরে সোনারঙ ধান শাড়ি পরে ফিনফিনে
দূর থেকে আসে শেয়ালের ডাক পাতাদের ঝিরি সুর
ঋষিদের মতো ঋজুভঙ্গিতে দাঁড়ায়ে বটপাকুর।
খেজুর পাতার চিরল বাঁশীতে দূর হতে সুর ভাসে
বিলের জিয়ল মাছেরা তখন নেচে ওঠে উল্লাসে
কুয়াশার মিহি চাদর জড়ায়ে ধলপর মেলে ডানা
নিশির শিশির ভেজা পায়ে চলে কতো কিছু হলো জানা।
আজানের সুরে মানুষ প্রকৃতি জেগে ওঠে অতঃপর
পুবের আকাশ ডালিমের রঙে আলোকিত করে ঘর।
আরও পড়ুন...