মানুষ হওয়া চাই

মানুষ হওয়া চাই

কবিতা আবদুল হাই শিকদার এপ্রিল ২০২৪

ভোরবেলাকার দোয়েল বলে ভাই

বাঁচতে হলে উড়াল জানা চাই।

জ্ঞানগম্যি যেখানে যা-ই পাও,

পুরোটা তার মাথায় তুলে নাও।


দুপুরবেলার ঘুঘুও ডাকে তাই,

এই পৃথিবীর সকল মানুষ

তোমার আমার ভাই।

কঙ্গো, শ্যানন, টেমস্কে যেমন

বুড়িগঙ্গায় পাই।


ফিলিস্তিনে মানুষ মরে

বিশ্বজুড়ে এত্তো মানুষ

তবু তাদের দেখার তো কেউ নাই,

ঘাতক এবং দর্শকদের

ক্যামনে ডাকি ভাই!


অমানুষদের মানুষ করার যন্ত্র কোথায় পাই?

সে সন্ধানে ব্যাকুল যারা সে মানুষকে চাই।

ভুত তাড়িয়ে দেশটা করো আলোয় আলোকময়,

সে গৌরবে কাটবে দ্রুত অমঙ্গল-সংশয়,

মানুষ হওয়ার গর্ব তখন বাড়বে নিশ্চয়।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ